Site icon Jamuna Television

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিলো পাকিস্তান

নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা পুর্নবহাল করেছেন।

প্রধান বিচারপতি সাকিব নিসার বলেন, পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীতে ভারত বাঁধ দেয়ায় এই রায় যথাযথ হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, ভারত বাঁধগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তবে অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও সিনেমা খুবই জনপ্রিয়। কিন্তু দুই দেশের মধ্যকার উত্তেজনায় চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের ৮০ ভাগ কৃষিকাজ হিমালয় থেকে বয়ে আসা নদীর সেচের ওপর নির্ভরশীল।

১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের পর প্রথম ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান। ২০০৮ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কয়েকবার তা পুনরায় আরোপ করা হয়েছে।

Exit mobile version