Site icon Jamuna Television

জাল ভোটের অপরাধে মুজিবনগরে তিনজনের জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:

জাল ভোট দেয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ মে) দুপুর সাড়ে তিনটার দিকে বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেয়ার অপরাধে বাগোয়ান ভোটকেন্দ্র থেকে ঋত্বিক হোসেন ও বাবুল শেখ নামে দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারায় দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে ঋত্বিককে ১ মাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। বাগোয়ান ভোটকেন্দ্র এবং বিশ্বনাথপুর ভোটকেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত ঋত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

/এএম

Exit mobile version