Site icon Jamuna Television

তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে ভালো সাড়া মিলছে: জ্বালানি প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে ভালো সাড়া পাওয়া গেছে। এতে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের ৭ টি কোম্পানি ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অফসোর বিডিং নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অনেকগুলো কোম্পানি আগ্রহ দেখাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে দরপত্রের কাজ শেষ হবে।

তিনি জানান, সার্বিক মূল্যায়ন শেষে আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরু করবে চুক্তিবদ্ধ কোম্পানিগুলো। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দু’পক্ষের স্বার্থ দেখা হচ্ছে। বলেন, দক্ষিণ এশিয়ায় এখন বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ।

এটিএম/

Exit mobile version