Site icon Jamuna Television

খুলনায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলা, গ্রেফতার ১

প্রতীকী ছবি।

খুলনার দিঘলিয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় হারুন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার স্বজনরা।

আজ বৃহস্পতিবার (৯ মে) বিবৃতিতে পুলিশ জানায়, শিশুটির বাবা দরিদ্র দিনমজুর। দিঘলিয়ায় নানা-নানীর কাছে থেকে লেখাপড়া করতো। বাড়ির কাছেরই এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। বুধবার বিকেল ৫টার দিকে ৬ বছরের শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নেয় প্রতিবেশী হারুন। বাড়িতে ফিরলে অসুস্থবোধ করে শিশুটি। পরে নানীকে দেয় ঘটনার বর্ণনা।

পুলিশ আরও জানায়, শিশুটি বেশি অসুস্থ হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে অভিযুক্ত হারুন শেখকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

/এএম

Exit mobile version