Site icon Jamuna Television

আবারও অঞ্জনে মন্ত্রমুগ্ধ হতে যাচ্ছে ঢাকা

বাংলা মিউজিকের এক নস্টালজিয়ার নাম অঞ্জন দত্ত। তার ম্যারিয়ান, মালা বা বেলা বোস শুনে পুরনো স্মৃতি হাতড়ে ফেরেন অনেকে। সেই অঞ্জনের সুরে আবারও হারিয়ে যাওয়ার সুযোগ এসেছে। শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় কনসার্ট তার।

‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্টে আরও গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টটির ভেন্যু পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনা। এরইমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। যেখানে থাকছে স্পন্সর বুথ ও নানা ব্র্যান্ডের পণ্যের স্টল।

এরআগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন। সবশেষ গেল বছরের ৩০ সেপ্টেম্বরও গান গেয়ে গেছেন তিনি।

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। দার্জিলিংয়ের পাহাড়ে ছেলেবেলা কাটানো এই শিল্পী মূলত অভিনেতা হতে চেয়েছিলেন। কণ্ঠে সুরও ছিল তার। শেষ পর্যন্ত সঙ্গীতই তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। তবে, অভিনয় ছাড়েননি। বর্ণিল জীবনে সিনেমা পরিচালনা করেও কুড়িয়েছেন সুনাম।

/এমএমএইচ

Exit mobile version