Site icon Jamuna Television

চোরাকারবারীদের দড়ির ফাঁদে বিজিবি সদস্যের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় চোরাকারবারীদের দড়ির ফাঁদে আটকে সীমান্তবর্তী সোনাই নদীর পানিতে ডুবে মারা গেছেন ল্যান্স নায়েক রফিক (৩৫) নামে একজন বিজিবি সদস্য। নিহত ল্যান্স নায়েক রফিক (৩৫) কলারোয়ার কাকডাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন।

নিহত রফিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ২/১ দিন আগেই কাকডাঙ্গা ক্যাম্পে যোগ দিয়েছিলেন।
শনিবার (২৭অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখা সোনাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন- বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশের পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩ ৬আরবি’র সন্নিকটে সোনাই নদীর ধারে টহলরত অবস্থায় চোরাকারবারিদের তাড়া করে তাদের পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক। সেসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা দড়ি ধরে টান দেন। বিজিবি’র কর্তব্যরত রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে আটকিয়ে ও জড়িয়ে নদীর মাঝ বরাবর পর্যন্ত চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Exit mobile version