Site icon Jamuna Television

ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসাতে ৯৯৯-এ কল, গ্রেফতার স্ত্রী!

স্বামীর ঘরে রাখলেন ১৪ পিস ইয়াবা। এরপর কল দিলেন ৯৯৯-এ। তবুও ফাঁসাতে পারলেন না স্বামীকে। স্ত্রী নিজেই গেলেন ফেঁসে। এমন ঘটনাই ঘটেছে রাজধানীতে।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া থেকে রুমা আক্তারকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গ্রেফতারকৃত রুমা ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা গ্রামের মৃত সাবির উদ্দিনের মেয়ে। ১২ বছর আগে প্রবাসী কাওছারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। উভয়েই পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করতেন।

এই ঝগড়া-বিবাদের কারণে কাওছার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন। দেশে ফিরলে তাদের মধ্যে বিবাদ আরও বাড়তে থাকে। এরইমধ্যে বোনের জন্য স্বামীর কাছ থেকে টাকা নেন রুমা। সেই টাকা দিয়েই জাকিরের কাছ থেকে ১৪ পিস ইয়াবা কিনেন। পরে সেই ইয়াবা শোয়ার ঘরে একটি ব্যাগে ঢুকিয়ে ফোন করেন ৯৯৯-এ।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা ইয়াবা কিনে স্বামীকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

/এমএইচ

Exit mobile version