Site icon Jamuna Television

রূপপুরে আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

পাবনার রূপপুরে আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মে) চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৬২ সাল থেকে রূপপুরে বিদ্যুৎকেন্দ্র হওয়ার কথা ছিল। দুইটি বিদ্যুৎকেন্দ্র করবে বলে পাকিস্তানিরা দুটিই তাদের দেশে নিয়ে গিয়েছিল। সেই জমি পড়ে ছিল। আজকে সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেখানে আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে কথা বলেছেন বলেও জানান তিনি।

সরকারপ্রধান আরও বলেন, জিয়াউর রহমানের আমলে ঋণখেলাপির সংস্কৃতি চালু হয়েছিলো। বিএনপি ধ্বংসের রাজনীতি করে আর আওয়ামী লীগ মানুষের কল্যাণে রাজনীতি করে।

এছাড়া পৃথিবীর কোথাও ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয় না বলেও মন্তব্য করেন তিনি। এসময় মূল্যস্ফীতির কষ্ট কমাতে সবাইকে উৎপাদন বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।

/আরএইচ

Exit mobile version