Site icon Jamuna Television

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

শুক্রবার (১০ মে) রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৯টি শর্তে বিএনপিকে এই সমাবেশের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (৯ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

বিজ্ঞপিতে বলা হয়, গত ৭ই মে করা আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্নিত শর্তাবলী যথাযথভাবে পালন করা সাপেক্ষে শুক্রবার (১০ মে) বিকেল ৩টায় ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে সমাবেশের অনুমতি দেয়া হলো।

এর আগে, বৃহস্পতিবার (৯ মে) সমাবেশের অনুমতির বিষয়ে আলোচনার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিল দলটির একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঈদের পর গত এপ্রিলে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে সেটি পিছিয়ে যায়।

/আরএইচ

Exit mobile version