Site icon Jamuna Television

প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। সময় মতো অর্থের জোগান দেয়া হলে, কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (১০ মে) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে। প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে। তবে বিদ্যুতের দাম বছরের চারবার কমবে-বাড়বে বলেও জানান তিনি।

এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এ সময় বৈদ্যুতিক যানবাহন আমদানিতে ট্যাক্স ভ্যাট কমানোর পরামর্শ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

এটিএম/

Exit mobile version