শহরের মতো উন্নয়নকে গ্রামীণ জনপদেও পৌছে দিতে চায় সরকার, যাতে দেশের সামগ্রিক উন্নয়ন হয়। এমন লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় রপ্তানি পণ্যে বহুমুখীতা ও বৈচিত্রতা আনতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে জিততে না পারলেও দেশের মানুষের পাশে থাকার কথা জানান তিনি।
সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া পরামর্শে, দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। সেই সাথে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে গ্রামীণ জনগোষ্ঠির মানোন্নয়নে ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান।

