Site icon Jamuna Television

প্রতি শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হয় মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বক্তব্যে, প্রতি শুক্রবার মন্দির কমিটিকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরামর্শ দেন তিনি।

এদিন মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত তারা। যে দলেরই হোক না কেনো ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এসময় ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতি-বর্ণের দেশ। বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক। ঢাকেশ্বরী মন্দিরে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরামর্শের পাশাপাশি এক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমএইচ

Exit mobile version