Site icon Jamuna Television

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন লিটন

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা। শুক্রবার (১০ মে) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ ও সাইফুদ্দিন। ফিরেছেন সাকিব, মোস্তাফিজ ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।

/এমএইচআর

Exit mobile version