Site icon Jamuna Television

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিএমইটি’ কার্ডের নামে প্রতারণার ফাঁদ

ছবি: সংগৃহীত।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে বিএমইটি কার্ড ডিজিটাল করে দেয়ার প্রচারণা চালাচ্ছে একটি চক্র। চক্রটি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করছে।

শুক্রবার (১০ মে) এ বিষয়ে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধও করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমইটি কার্ড দেয়া হয় না। এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা) থেকে সংগ্রহ করা যায়। এ ধরনের অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে, তা বাংলাদেশ হাইকমিশনের ইমেইলে (counselork1@probashi.gov.bd) জানানোর জন্য অনুরোধও করা হয়।

/আরএইচ

Exit mobile version