Site icon Jamuna Television

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, মোস্তফা কামালকে হত্যার পর তাদের সমর্থকরা অপরপক্ষের ফয়সাল শেখ (২৪) এবং পলাশ মোল্যাকে (৪০) গুলি করেছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের
বাড়ি কাছে পৌঁছালে প্রতিপক্ষরা মোস্তফা কামালকে গুলি করে। প্রতিপক্ষের গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। তিনি বুক ও
পিঠে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মেহেদী হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version