Site icon Jamuna Television

ভারী বর্ষণে রাজধানীতে হাঁটু পানি, ভোগান্তিতে নগরবাসী

ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দা ও সড়কে চলাচলকারী নগরবাসী।

শনিবার (১১ মে) সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে শেওড়াপাড়া, মিরপুর ১০, ভাষানটেক ও কাফরুল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিন রাজধানীর কোথাও কোথাও হাঁটু সমান পানিও দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা।

এছাড়াও সড়কের জলাবদ্ধ হয়ে থাকা পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ ভাড়াটিয়ারা। পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেক দোকানি।

/এমএইচ

Exit mobile version