Site icon Jamuna Television

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যায় এখনও মামলা হয়নি

নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনও।

পুলিশ বলছে, হত্যা রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে। সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়েছে মোস্তফা কামালের মরদেহের। তিনি মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় মঙ্গলহাটা এলাকায় দুর্বৃত্তরা মোস্তফা কামালকে গুলি করে। ঢাকায় আনার পথে মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের পর তার সমর্থকরা প্রতিপক্ষের দু’জনকে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে।

এটিএম/

Exit mobile version