Site icon Jamuna Television

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে আদেশ কাল

খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ চলবে কি-না সে বিষয়ে কাল সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। এ বিষয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্ব ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।

বিচারিক আদলতে কাল চ্যারিটেবল মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, রায় ঘোষণা নির্ভর করবে আপিল বিভাগের আদেশের উপর। চ্যারিটেবল ট্রাস্ট দুনীতির মামলাটির বিচার কাজ চলছিল বকসীবাজারের আলিয়া মাদরাসা মাঠে। পরে আদালত স্থানান্তর করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারে। সম্প্রতি খালেদা জিয়ার অনুপস্থিতিতেই রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করে বিচারিক আদালত। তবে বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে বিচার কাজ চলার বৈধতা প্রশ্নে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট বিচার চলার বিষয়ে আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

Exit mobile version