Site icon Jamuna Television

স্কুলে হামলা চালাতে গিয়ে বোমায় ৪ ইসরায়েলি সেনার মৃত্যু

গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালাতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১১ মে) গাজার জেইতান এলাকায় এ ঘটনা হয়। নিহতরা হলো, ইতাই লিভনি, ইউসেফ দাসা, এরমিয়াস মেকুরিয়াও এবং ড্যানিয়েল লেভি।

চারজনই নাহাল ব্রিগেডের আওতায় ছিলেন। মূলত তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। সেখানে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ যায় ইসরায়েলি সেনাদের। স্কুলটিতে হামাস সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

এটিএম/

Exit mobile version