Site icon Jamuna Television

ভিসা জটিলতায় প্রায় ২০ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত

ফাইল ছবি।

ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় ২০ হাজার মুসল্লির হজযাত্রা। দুই দফা সময় বাড়ানোর পরও অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি এজেন্সিগুলো। আজ শনিবার (১১ মে) শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার তৃতীয় দফায় সময় বাড়াবে কি না, তা নিশ্চিত নয়

হজ পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণেই এ দুর্দশা। যদিও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য সঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে, দু’জনই আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত সঙ্কট থাকবে না, হজে যেতে পারবেন সবাই।

গত বৃহস্পতিবার (৯ মে) ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আশকোনার হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৮৩ হাজার ২১৮ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।

/এমএন

Exit mobile version