Site icon Jamuna Television

ঢাকার গুরুত্বপূর্ণ খালে বসছে সিসি ক্যামেরা, ময়লা-আবর্জনা ফেললে শাস্তি

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে রাজধানীর অতি গুরুত্বপূর্ণ খালগুলো। তাতে ময়লা-আবর্জনা ফেললে নেয়া যাবে শাস্তিমূলক ব্যবস্থা— এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১১ মে) সকালে গুলশানে ডিএনসিসি নগর ভবনের সামনে রাজধানীর বিভিন্ন খালে ফেলে দেয়া বর্জ্যের প্রদর্শনী শুরু হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ প্রদর্শনী ঘুরে দেখে।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, অসচেতনভাবে খাল-ডোবা-নালা ও ড্রেনে ফেলা হয় এসব বর্জ্য। তাতে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষা ও নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশেই এ উদ্যোগ হাতে নিয়েছে ডিএনসিসি। সাত দিনব্যাপী চলবে এ প্রদর্শনী।

/এমএন

Exit mobile version