Site icon Jamuna Television

কারাগার থেকে বেরিয়েই বিশাল শো ডাউন অরবিন্দ কেজরিয়ালের

কারাগার থেকে বেরিয়েই বিশাল শো-ডাউন করলেন ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১০ মে) রাতে রাজধানী দিল্লিতে ছাদ খোলা গাড়ি নিয়ে অংশ নেন মিছিলে।

নীল-হলুদ দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক যোগ দেন কেজরিওয়ালের সাথে। স্লোগানে মুখরিত হয় রাজপথ।
স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান আম আদমি নেতা। দেড় মাসের বেশি সময় কারাগারে থাকার পর শুক্রবার অন্তর্বর্তী জামিনে ছাড়া পান কেজরিওয়াল। সুযোগ দেয়া হয় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার।

আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তিহার জেলে ফেরত যেতে হবে কেজরিওয়ালকে। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে। ১ জুন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের ভোট। গত ২১ মার্চ দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মুক্তির খবরে আতশবাজি ও মিষ্টি বিতরণ করে সমর্থকরা।

এটিএম/

Exit mobile version