Site icon Jamuna Television

ইতি ঘটতে যাচ্ছে জেমস অ্যান্ডারসন অধ্যায়ের

চল্লিশের কোটা পেরিয়েছেন আগেই। তবে আগুনে গোলা ছুড়ে এখনও ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের সাথে টেস্ট ক্রিকেটের ইতিহাসে শীর্ষ উইকেট সংগ্রকারী কিংবা ৭০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন ইতোমধ্যেই। সেখানে গ্রেট দুই স্পিনারের সাথে একমাত্র পেসার তিনি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন থ্রি লায়ন্সদের হয়ে। এবার হয়ত সবুজ গালিচায় দাপিয়ে বেড়ানোটায় ইতি ঘটাতে চাচ্ছেন জেমস অ্যান্ডারসন।

চলতি বছরের ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শেষেই ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষ করবেন ৪১ বছর বয়সী পেসার। খবর, দ্য গার্ডিয়ান। শুক্রবার (১০ মে) এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

আগামী অ্যাশেজের জন্য শক্তিশালী পেস অ্যাটাক প্রস্তুত শুরু করতে চাইছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেসময় জেমস অ্যান্ডারসনের বয়স গিয়ে ঠেকবে ৪৩। তাই তাকে ছাড়াই পেস বিভাগ তৈরির কথা ভাবছেন থ্রি লায়ন্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এফটিপি অনু্যায়ী ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ইংলিশদের। সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের টেস্টটিই হবে জিমির বিদায়ী টেস্ট।

উল্লেখ্য, ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডস টেস্টের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে জেমস অ্যান্ডারসনের। মাঝের দুই দশক ক্রিকেটের সব ফরম্যাটে দাপিয়ে বেড়িয়েছেন এই তারকা পেসার। টেস্টের দেড়শ বছরের ইতিহাসে একমাত্র পেস বোলার হিসেবে সাত শতাধিক উইকেটের মালিক তিনি।

/এমএইচআর

Exit mobile version