Site icon Jamuna Television

হিসাব ব্যবস্থাপনায় পেপারলেস ব্যবস্থা চালুর তাগিদ অর্থমন্ত্রীর

হিসাব ব্যবস্থাপনায় পুরনো ধারণা পাল্টে চালু করতে হবে ‘পেপারলেস’ ব্যবস্থা। আর দক্ষ ডিজিটাল নিরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা গেলেই সরকারের আর্থিক স্বাস্থ্য শক্তিশালী হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিজিএ কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির ব্যাপ্তির সঙ্গে নিরীক্ষা ব্যবস্থার কমপ্লায়েন্স জরুরি। এক্ষেত্রে সিজিএর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেয়া হবে। আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা দরকার বলেও উল্লেখ করেন।

আলোচনায় বলা হয়, সরকারি অর্থে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সঠিক হিসাব নিরুপণ দরকার। অপচয় বন্ধ করা গেলে ত্বরান্বিত হবে উন্নয়ন।

উল্লেখ্য, ই-সেবার মাধ্যমে ব্যাংক হিসাবে চলে যাচ্ছে পেনশনের অর্থ। একই সঙ্গে চালু করা হয়েছে জিপিএফ সেবা। ১২ লাখ সরকারি কর্মচারির বেতন ভাতা প্রথম কর্মদিবসে ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে দিচ্ছে সিজিএ।

/এমএন

Exit mobile version