Site icon Jamuna Television

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে পথশিশু আহত

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে হোটেল মিডওয়ের পিছনে ককটেল বিস্ফোরণে সানী (১৬) নামে এক পথশিশু আহত হয়েছেন। শনিবার (১১মে) বিকেল পৌনে চারটার দিকে রক্তাক্ত জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়।

সানী চট্টগ্রামের কোতোয়ালি থানার বদ্দারহাট গ্রামের টিটু মিয়ার ছেলে। বর্তমানে পল্টন এলাকায় প্লাস্টিকের বোতল কুঁড়াতো বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

তিনি আরোও জানান, কিশোরকে জিজ্ঞেস করে জানা যায়, প্লাস্টিকের বোতল কুঁড়াতে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে তার ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version