Site icon Jamuna Television

ঢাকায় ‘মালা’র ৩২তম জন্মদিনের কেক কাটলেন অঞ্জন দত্ত

এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার। এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার। অঞ্জন দত্তের বিখ্যাত এই গান ‘মালা’। শনিবার (১১ মে) রাতে ঢাকার মঞ্চ মাতান জনপ্রিয় এই শিল্পী।

ঢাকায় মালার ৩২তম জন্মদিনের কেকও কাটেন অঞ্জন দত্ত। ১৯৯৩ সালে রিলিজ হয় ‘মালা’ শিরোনামের গানটি। গানের কথায় থাকা ১২ মে উপলক্ষে বিপুল জনপ্রিয় গানের চরিত্র মালার স্মরণে পূর্বাচলের ঢাকা এরিনাতে কনসার্টের শেষে কেক কাটেন দুই বাংলার শ্রোতাপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা।

সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ কনসার্ট মাতিয়ে রাখেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী। জনপ্রিয় এই শিল্পীর গান প্রাণ ভরে উপভোগ করেন কনসার্টে আগত দর্শকরা। যেটির সার্বিক আয়োজনে ছিল অ্যাসেন, জির্কুনিয়াম এবং আর্ক লাইট।

এছাড়াও, ‘বেলা বোস’, ‘রঞ্জনা’, ‘ম্যারি অ্যান’ কিংবা ‘বৃষ্টি দেখেছি’ গানের মতো অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন অঞ্জন দত্ত। দুই বাংলার শ্রোতাদের হৃদয়ের খুব কাছে থাকেন তিনি।

/এএস

Exit mobile version