Site icon Jamuna Television

এসএসসির ফলে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা

ফাইল ছবি

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। রোববার (১২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে তিনি এবিষয়ে ব্রিফ করেন।

ঘোষিত ফল অনুযায়ী, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে রয়েছে। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড, ভোকেশনাল, দাখিল (ভোকেশনাল) মিলিয়ে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।

এরমধ্যে, ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। পাশের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রীদের পাশের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন এবং ছাত্রদের মধ্যে পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন।

৯টি সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৭ লাখ ৫৭ হাজার ২১৮ জন ছাত্র। যাদের মধ্যে ৮২ দশমিক ৩৯ শতাংশ পাশের বিপরীতে জিপিএ-৫ রয়েছে৭৪ হাজার ৬৭৭টি। অন্যদিকে, ৮ লাখ ৪৯ হাজার ১৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৯ হাজার ১৬৮ জন। এসব বোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৯ হাজার ৪০৭ জন ছাত্র। যাদের মধ্যে ৭৮ দশমিক ৭০ শতাংশ পাশের সাথে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩৯ জন। আর এক লাখ ৪৫ হাজার ২৫৮ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৬৭ জন। এখানে ছাত্রীদের পাশের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৮ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ রয়েছে দুই হাজার ১৪১ জনের। ছাত্রদের পাশের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে এক হাজার ৯৩৭ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা অংশ নেয় ৯২ হাজার ৯৮৬ জন ছাত্র এবং ছাত্রী অংশ নেয় ৩০ হাজার ৩৬৯ জন।

/এনকে

Exit mobile version