Site icon Jamuna Television

ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য জানান।

খন্দকার মহিদ জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পাশ্ববর্তী দেশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তঃদেশীয় চক্র গড়ে তুলে এ অপরাধ সংঘটিত করে আসছিল এ চক্র।

তিনি জানান, এ পর্যন্ত চক্রটি ১০ জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। অতিরিক্ত কমিশনার জানান, ভুক্তভোগীকে সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকা দিতো চক্রটি। প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো। পরে কৌশলে ভারত নিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করতো তারা।

এটিএম/

Exit mobile version