Site icon Jamuna Television

লালমনিরহাটে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে দুইটি শ্রেণিকক্ষ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে এই আগুনের সূত্রপাত হয়।

বিদ্যালয় সুত্রে জানা গেছে, দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেনীর দুইটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই শ্রেণীকক্ষ দুইটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন। এদিকে, শ্রেণীকক্ষে আগুণ দেখে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুইটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

/এএস

Exit mobile version