Site icon Jamuna Television

নিজ্জার হত্যাকাণ্ডে আরও এক ভারতীয় নাগরিক গ্রেফতার

ফাইল ছবি

কানাডায় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও এক ভারতীয় নাগরিককে। শনিবার (১১ মে) এ তথ্য জানায় কানাডা পুলিশ। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

গ্রেফতারকৃতের নাম আমানদ্বীপ সিং। পুলিশের অভিযোগ, হারদীপ হত্যার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সরাসরি জড়িত ছিলেন ২২ বছর বয়সী আমান। এর আগে, চলতি মাসের শুরুতে দেশটির অ্যালবার্টা প্রদেশ থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় আরও তিন শিখকে। শিখ নেতা হত্যার ঘটনায় এ নিয়ে এ পর্যন্ত আটক হলেন ৪ জন। যাদের সবাই ভারতীয়।

উল্লেখ্য, গত বছর জুনে ভ্যানকুভার শহরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত হন হারদীপ সিং। তারপর থেকেই এ হত্যাকাণ্ডকে ঘিরে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে ভারত ও কানাডার।

/এএম

Exit mobile version