Site icon Jamuna Television

অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি: কাদের

জনগণের সরকারই সরকার পরিচালনা করছে। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি।

রোববার (১২ মে) ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, অদৃশ শক্তির মাধ্যমে সরকার চালানো বিএনপির আদর্শিক চরিত্র। তাদের সময় অদৃশ অপশক্তি বিকল্প পাওয়ার সেন্টার হিসেবে হাওয়া ভবন সরকার পরিচালনা করতো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এমন এক নির্বাচন কমিশন চায়, যে নির্বাচন কমিশন তাদের জয়ের নিশ্চয়তা দেবে। ওবায়দুল কাদের বলেন, ২০০৯ সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত ছিল। তখন প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্বাচন কমিশন চলতো। এখন শেখ হাসিনা পার্লামেন্টে আইন পাস করে নির্বাচন ব্যবস্থা স্বাধীন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এনকে

Exit mobile version