Site icon Jamuna Television

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪৬ রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন। তবে এসময়ে এ রোগে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার (১২ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৭ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ১৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬২ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৭৮ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ জনে। এর মধ্যে মারা গেছেন ২৯ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১২ দিনে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচজনের।

/এএম

Exit mobile version