Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৩৫ হাজার

ফাইল ছবি

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো ৩৫ হাজার। রোববার (১১ মে) এক বিবৃতিতে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে এই তথ্য। এমনটা জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার রাফাসহ বিভিন্ন শহরে জোরদার করেছে হামলা। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ ফিলিস্তিনি। এরমধ্যে রাফা শহরেই মৃত্যু হয়েছে ১৮ জনের।

এদিকে, শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে। স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর থেকেই এ শহর থেকে পালিয়ে যেতে থাকে সাধারণ ফিলিস্তিনিরা।

প্রসঙ্গত, গত সাত মাসেরও বেশি সময়ে ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসময় অন্তত ১৫ হাজার শিশুর প্রাণ গেছে।

/এএম

Exit mobile version