Site icon Jamuna Television

মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনছেন ট্রাম্প!

সিনাগগে হামলার জেরে যুক্তরাষ্ট্রে আবারও অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনার কথা তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ইলিনয়ের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, মানসিক বিকারগ্রস্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। তারজন্য নিতে হবে শক্ত পদক্ষেপ। প্রেসিডেন্ট আরও বলেন, অস্ত্র নীতিমালার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ারও সময় এসেছে। কারণ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত অস্ত্রবহন সহজলভ্য হয়ে গেছে। যার কারণে, বাড়ছে ম্যাস শুটিং। একইসাথে ধর্মীয় স্থাপনাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ধর্মবিদ্বেষের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নেয়ার সময় এসেছে। শুধু ধর্মীয় মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে একটি গোত্র বা তাদের প্রাথর্ণালয়ে হামলা চালানো অযৌক্তিক। একারণেই, যুক্তরাষ্ট্রে অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধাণ ফিরিয়ে আনতে চাই। অপরাধীদের তাদের কৃতকর্মের মূল্য চুকাতেই হবে। তারা যুক্তরাষ্ট্রে এধরণের ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। তাদের এমন শাস্তি দেয়া উচিৎ, যেনো ভবিষ্যতে বাকিরা সতর্ক হয়ে যায়।

Exit mobile version