Site icon Jamuna Television

মিরাজুলের জেল খাটার ঘটনায় নাজমুল কারাগারে

রাজধানীর উত্তরায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় নাজমুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। এর আগে, গতকাল নাজমুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসাথে এই মামলার পরবর্তী শুনানি ১৪ মে ধার্য করা হয়।

আদেশে আদালত বলেন, এই ঘটনায় আইনজীবীদের সম্পৃক্ততা আছে কিনা, সেটিও যাচাই বাছাই করে দেখা হবে। নাজমুলের এই আয়নাবাজির ঘটনাটি বেরিয়ে এসেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির অনুসন্ধানে। সেই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনের আইনজীবী মনজিল মোরসেদ।

এটিএম/

Exit mobile version