Site icon Jamuna Television

কারামুক্ত হলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল

জামিনে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তিলাভ করেন। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন।

এর আগে, গত ৩১ মার্চ তিন মামলায় আত্মসমর্পণের পর সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি।

/এএম

Exit mobile version