Site icon Jamuna Television

গেটস ফাউন্ডেশন থেকে সরে যাচ্ছেন মেলিন্ডা গেটস

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ–সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মেলিন্ডা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফাউন্ডেশনটিতে তার কাজের শেষ দিন হবে আগামী ৭ জুন। মেলিন্ডা ২০০০ সালে, তার তখনকার স্বামী বিল গেটসকে নিয়ে যুক্তরাষ্ট্রে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছিলেন।

এ ফাউন্ডেশন থেকে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বিশ্বে এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী সবচেয়ে বড় সংস্থা এই ফাউন্ডেশন।

/এআই

Exit mobile version