Site icon Jamuna Television

নিষিদ্ধ জামাতুল আনসারের ৩ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পার্বত্য জেলার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কাছে প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেফতারকৃতরা হলেন রানা শেখ ওরফে আমির হোসাইন, মশিউর রহমান ওরফে মিলন তালুকদার ও হাবিবুর রহমান।

গতকাল সোমবার (১৩ মে) রাজধানীর কল্যাণপুর ও গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি ফোন উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৩টি স্মার্টফোন। তাতে তাদের প্রশিক্ষণের ভিডিও ছবি আছে বলেও জানানো হয়।

ডিএমপির ডিবি প্রধান বলেন, জঙ্গিগোষ্ঠীটির সদস্য ছিল ৫৩ জন, এদের মধ্যে ৪৯ জনকেই গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি দেশ বানানোর পরিকল্পনা ছিল আসামিদের।

তিনি আরও জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা ইসলামী বিভিন্ন সংস্থাতে চাকরি করে। আর গোপনে পাহাড়ে বম সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণের জন্য নতুন কর্মী ও টাকাও পাঠাতো তারা।

/এমএন

Exit mobile version