Site icon Jamuna Television

রিমোট কন্ট্রোলে বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদকে উসকে দেয়া হয়: ডা. দীপু মনি

বিদেশে বসে রিমোট কন্ট্রোলে করে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদকে উসকে দেয়া হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৪ মে) সকালে সিরডাপে ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, অসাম্প্রদায়িক দেশ চাইলে রাজনীতিকে বেছে নিতে হবে। দেশে রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদের তুলনায় ঋষি সম্প্রদায়ের লোকেরা প্রত্যাশা অনুযায়ী যথাযথ জায়গায় পৌঁছাতে পারেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় বক্তারা ৫ দফা সুপারিশ তুলে ধরেন। এছাড়া, বিগত মন্ত্রিসভায় অনুমোদিত বৈষম্যবিরোধী আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করার কথাও বলেন তারা।

/এমএন

Exit mobile version