Site icon Jamuna Television

যশোরে ১২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মামলার সাক্ষ্য দিতে আদালতে সময়মত হাজিরা না হওয়ায় যশোর সদর হাসপাতালের ১২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ওই ১২ চিকিৎসকে গ্রেফতার পরোয়ানা কাগজ পাঠানো হয়েছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল কালাম আজাদ জানিয়েছেন, বিভিন্ন সময়ে পুলিশী মামলায় আহতদের সনদ দিয়েছিলেন তারা। কিন্তু মামলার কার্যক্রম চলাকালে সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি। সেকারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদেরমধ্যে ৫ চিকিৎসক কর্মরত রয়েছেন, বাকীরা অবসরে।

Exit mobile version