Site icon Jamuna Television

‘গাজায় হামলা চললে বাড়ি ফেরা হবে না ইসরায়েলি বাস্তুচ্যুতদের’

গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলের উত্তরের বাস্তুচ্যুতদের আর বাড়ি ফেরা হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৩ মে) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন– যতদিন গাজায় হামলা চলবে, লড়াই চালিয়ে যাবে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। পুরো বিশ্ব বিষয়টি বুঝতে পেরেছে বলেও দাবি করেন এই হিজবুল্লাহ নেতা।

হাসান নাসারাল্লাহ আরও বলেন, গাজার সঙ্গে লেবানিজ ফ্রন্টের সম্পর্ক চূড়ান্ত। পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তা। সেকারণেই আমেরিকানরা নেতানিয়াহু সরকারকে বলে দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই। বাস্তুচ্যুত ইসরায়েলিদের উদ্দেশ করে তিনি বলেন, সমাধান চাইলে নিজেদের সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলেন।

উল্লেখ্য, গাজায় তেল আবিবের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। সংঘাতের জেরে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি।

/এএম

Exit mobile version