Site icon Jamuna Television

রংপুরে কলেজছাত্র হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুর ব্যুরো:

রংপুর কারমাইকেল কলেজের ছাত্র তৌকির আহম্মেদ তুষার (২২) হত্যা মামলায় সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

রংপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক জানান, পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের সুবিদ গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের পুত্র তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করতো। ২০১৪ সালের ৩০ জুলাই ঈদের ছুটিতে বাড়িতে যায় সে। এদিন বিকেলে একই ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাইফুল ইসলামের (৩২) সাথে কথা কাটাকাটি হয় তার। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে কৌশলে তুষারকে মাঠের পাশে ডেকে নিয়ে যায় সাইফুল। এ সময় তুষারের পেটে ছুরিকাঘাত করলে মারা যায় সে।

আব্দুল মালেক আরও জানান, পরে নিহত তুষারের চাচা মো. আব্দুল হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল হক প্রামাণিক।

/আরএইচ

Exit mobile version