Site icon Jamuna Television

এলএলবি সনদ জালিয়াতি: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা বরখাস্ত

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ জালিয়াতির ঘটনায় সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহসহ ৫ জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (১৫ মে) উন্মুক্ত বিশ্ববিদ্যালের সনদ জালিয়াতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।

প্রতিবেদন প্রচারের পরপরই তাৎক্ষণিক ফলাফলের সার্ভার রুম সিলগালা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরীনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি আজ জালিয়াতির ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে বরখাস্ত করেছে।

যমুনা টেলিভিশনে প্রচারিত ওই প্রতিবেদনে দেখানো হয়, ক্লাস-পরীক্ষা ছাড়াই মাত্র ৭০ হাজার টাকায় এলএলবির ভ্যারিফায়েড মার্কশিটসহ সনদ বিক্রি করছে বিশ্ববিদ্যালয়ের একটি চক্র। দালালদের যোগসাজসে এই কর্মকাণ্ড সম্পন্ন হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার বিভাগ থেকে।

উল্লেখ্য, গত মাসে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির খবরও ফাঁস হয় যমুনা টেলিভিশনের আরেক অনুসন্ধানী প্রতিবেদনে। এরপরই বেরিয়ে আসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রতারণা-জালিয়াতি।

/এএস/এমএন

Exit mobile version