Site icon Jamuna Television

ইসরায়েলকে আরও ১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা ও রাফায় ক্রমবর্ধমান বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও নতুনভাবে আরও ১ বিলিয়ন ডলার সামরিক সহায়তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলে ইসরায়েলের জন্য আধুনিক ট্যাঙ্ক, গোলাবারুদ, কৌশলগত যানবাহনের জন্য অনুরোধ করেছে বাইডেন প্রশাসন।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্র দফতর প্যাকেজটিকে কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়ায় স্থানান্তর করেছে।

প্যাকেজটি এখনও অনুমোদন করেনি মার্কিন কংগ্রেস। তবে এতে ট্যাঙ্ক গোলাবারুদের জন্য প্রায় ৭শ’ মিলিয়ন ডলার, কৌশলগত যানবাহনের জন্য ৫শ’ মিলিয়ন এবং মর্টার কামানের জন্য ৬০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

/এআই

Exit mobile version