Site icon Jamuna Television

খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলতে বাধা নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার বিচারকাজ চলমান রাখার বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করেছেন আদালত।

সকালে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। দেশের সর্বোচ্চ আদালতের এমন আদেশের ফলে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিচারিক রায় দিতে আর কোন বাধা থাকলো না। আপিল বিভাগের রায়ে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

এদিকে, পুরাতন ঢাকার বিশেষ জজ আদালতে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য থাকায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০১০ সালে, ৩ কোটি ১৫ লাখ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক।

Exit mobile version