Site icon Jamuna Television

সাইফউদ্দিনের চেয়েও তানজিমে আস্থার কথা জানালেন শান্ত

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। ক্যারিবিয়ান ও আটলান্টিক পাড়ে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বুধবার (১৫ মে) রাতে দেশ ছাড়বে নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন টাইগার স্কোয়াড। এর আগে দলের অফিসিয়াল ফটোসেশনের পাশাপাশি কোচ ও অধিনায়ক করলেন যৌথ সংবাদ সম্মেলন। উঠে আসে ঘোষিত দল নিয়ে দুজনের পরিকল্পনা। ব্যাখ্যা দেন বাদ পড়া ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তিতা না হবার কারণও।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দল নিয়ে খুব আশাবাদী। তার বক্তব্যে ছিলো টুর্নামেন্টে বাংলাদেশের ইতিবাচক ফলাফল নিয়ে আসার প্রতিশ্রুতিও। শান্তর কথায় ফুটে ওঠে সাইফউদ্দিনের চেয়ে তানজিম সাকিবের ওপর দলের আস্থার কথা। এদিকে তাসকিনের ইনজুরি সমস্যা থাকলেও বিশ্বকাপের শুরু থেকেই এই পেসারের সার্ভিস পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী অধিনায়ক। মোস্তাফিজের সাথে পেস অ্যাটাকে দলের অন্যতম ভরসার নাম তাসকিন।

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে অংশ নেবে ২০টি দল। বাংলাদেশের গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

/এমএইচআর

Exit mobile version