Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের একটি বিমান। সোমবার, দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

বিবৃতিতে জানানো হয়, জাকার্তা থেকে পাংকাল পিনাং যাওয়ার পথে হয় দুর্ঘটনা। এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানায়, জাকার্তা থেকে ভোর ৬টা ২০ মিনিটে উড়ার ১৩ মিনিটের মধ্যে নিয়ন্ত্রন কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। কিছুক্ষণ পরই, বিধ্বস্তের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এসময়, জেটি- সিক্স ওয়ান জিরো ফ্লাইটটিতে ছিলেন ১৭৮ প্রাপ্তবয়স্ক যাত্রী, তিন শিশু এবং পাইলটসহ সাতজন ক্রু। হতাহত কাউকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, সুমাত্রার সমুদ্র এলাকায় চলছে তল্লাশি। লায়ন এয়ার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে অবতরণের কথা ছিলো বোয়িং- সেভেন থ্রি সেভেন বিমানটির।

Exit mobile version