Site icon Jamuna Television

চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের আদেশ স্থগিত

ফাইল ছবি

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না— হাইকোর্টের দেয়া এই রায় ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার (১৫ মে) এ স্থগিতাদেশ দেন। একইসঙ্গে ২৫ আগস্টের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন।

এদিকে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দাণ্ডাদেশ পাওয়া আসামিদের সাধারণ সেলে নেয়ার উদ্দেশে রিটটি করা হতে পারে। হাইকোর্টের রায়ের পর কনডেম সেলে থাকতে চাইবে না ফাঁসির আসামিরা। বিশৃঙ্খলা শুরু করতে পারে যেকোনো মুহূর্তে।

প্রসঙ্গত, আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ বলে গত ১৩ মে এক আদেশ দেন হাইকোর্ট।

/এমএন

Exit mobile version