Site icon Jamuna Television

ধর্মঘটের ২য় দিনেও রাজধানীতে গণপরিবহন স্বল্পতা

সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পবিহন ধর্মঘট। ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর সড়কে গণপরিহনের স্বল্পতা দেখা গেছে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অফিসগামী মানুষদের সারি দেখা গেছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে গত দিনের তুলনায় অল্প কিছু সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

স্বাভাবিক সময়ের মত রাস্তায় গণপরিবহন না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বাস না পেয়ে অনেকে পায়ে হেঁটে বা রিকশা-ভ্যানের মতো বিকল্প বাহনে যেতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে শ্রমিক নেতারা বলছেন, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি মেনে না নিলে, অব্যাহত থাকবে ধর্মঘট।

Exit mobile version