Site icon Jamuna Television

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছে এক বন্দুকধারী। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (১৫ মে) হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক ছিল তার। সেটি শেষে বের হয়ে আসার পর উপস্থিত জনতার মধ্য থেকে বন্দুকধারী ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ প্রধানমন্ত্রীকে প্রথমে পাশের একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে পাঠানো হয় বানস্কা বাইস্ট্রিকারের একটি ট্রমা সেন্টারে।

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, ফিকোকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে একাধিক গুলি করা হয় এবং তার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। আগামী কয়েক ঘণ্টা তার জন্য খুব গুরুত্বপূর্ণ।

স্লোভাকিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসআর জানিয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলে সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করেছে।

এ হামলাকে স্লোভাক প্রেসিডেন্ট জুজানা ক্যাপুটোভা ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি ৫৯ বছর বয়সী প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

/এমএমএইচ

Exit mobile version